ইমাম আহমদ বিন হাম্বল (রহ.) বলেন, আমি ৫০ বছর আল্লাহর ইবাদত করেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাইনি, যতক্ষণ না ৩টি জিনিস পরিত্যাগ করেছি।
১. আমি মানুষের নিকট গ্রহণযোগ্যতার চিন্তা বাদ দিয়েছি; তাই নির্দ্বিধায় সত্য বলতে পেরেছি।
২. আমি পাপীদের সঙ্গ পরিত্যাগ করেছি; তাই নেককারদের সঙ্গ লাভ করতে পেরেছি।
৩. আমি এই দুনিয়ার স্বাদ ত্যাগ করেছি; তাই আখেরাতের স্বাদ লাভে সক্ষম হয়েছি। (ইমাম যাহাবি (রহ.), সিয়ারু আলামিন নুবালা : ১১/৩৪)
রাসুলুল্লাহ (সা.) বলেন : যার মধ্যে তিনটি গুণ থাকে সে ঈমানের স্বাদ/মিষ্টতা পেয়ে যায়;
১. যার নিকট আল্লাহ এবং তার রাসুল (সা.) অন্য সব কিছু অপেক্ষা বেশি প্রিয়;
২. যে আল্লাহ’র জন্য ভালবাসা রাখে এবং আল্লাহ’র জন্য শত্রুতা/ বিদ্বেষ পোষণ করে;
৩. আর যদি ভয়াবহ আগুন প্রজ্জ্বলিত করা হয়, তবে তাতে প্রবেশ করা তার নিকট আল্লাহ’র সাথে কাউকে শরীক করা অপেক্ষা বেশি পছন্দনীয় হয়। (যত বড় বিপদই আসুক না কেন ঈমান বিসর্জন দিবে না) (সূনান নাসাঈ : ৪৯৮৬)
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ