ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নিবন্ধনের সময় বাড়ছে না, হজের প্রথম ফ্লাইটের তারিখ ঘোষণা

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৩, ১২:৪৪
ছবি : সংগৃহীত

চলতি বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। আগামী ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এ বছর কোটা খালি সাড়ে তিন হাজার। কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় আর বাড়বে না। কোটা প্যাকেজ খরচও কমানো সম্ভব নয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও বাকি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ২১ মে। আর নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে গতকাল মঙ্গলবার।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ