ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রমজানে ১০ লাখ কোরআন বিতরণ করবে সৌদি

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৩, ১২:২০ | আপডেট: ০৬ মার্চ ২০২৩, ১৪:৫৭

মাহে রমজানে বিশ্বের বিভিন্ন দেশে ১০ লাখ কপি পবিত্র কোরআন বিতরণ করবে সৌদি সরকার।

রোববার (০৫ মার্চ) বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এমন অনুমতি দিয়েছেন।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, বাদশ সালমান বিভিন্ন আকারে পবিত্র কোরআন মুদ্রণের জন্য কিং ফাহদ কমপ্লেক্সের প্রকাশনাকে নির্দেশ এবং এক মিলিয়ন কপি বিতরণের অনুমোদন দিয়েছেন।

পবিত্র কোরআনের অনুলিপি এবং ৭৬টি ভাষায় এর ব্যাখ্যাগুলো চলতি বছরের রমজানে ২২টি দেশের ইসলামিক কেন্দ্র বা সংস্থাগুলোতে বিতরণ করা হবে। পবিত্র মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স এ কপিগুলো মুদ্রণ করেছে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, মাহে রমজানেই সংশ্লিষ্ট দেশগুলোয় পবিত্র কোরআনের কপি পৌঁছে দিতে চান তারা। সে জন্য তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ