ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড়দিনে বিশ্ববাসীকে যে বার্তা দিলেন পোপ ফ্রান্সিস

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ১২:৩০

বড়দিন উপলক্ষে দেয়া এক ভাষণে বিশ্ববাসীকে সতর্ক করে মানুষের সম্পদ ও ক্ষমতার প্রতি সীমাহীন লোভের সমালোচনা ও নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস।

শনিবার (২৪ ডিসেম্বর) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংকটের কথা ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

বড়দিনের প্রাক্কালে শনিবার ভ্যাটিকানে এক প্রার্থনাসভায় ইউক্রেইন যুদ্ধ এবং বিশ্বে চলমান অন্যান্য সংঘাতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কত শত যুদ্ধ আমাদের দেখতে হয়েছে! আর সেসব সংঘাতের শিকার হয়েছে দুর্বল আর অরক্ষিত মানুষ। আমি সবার আগে সেই সব শিশুর কথা মনে করতে চাই, যারা যুদ্ধ, দারিদ্র্য আর অবিচারের শিকার।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হওয়া পূর্ণার্থীদের উদ্দেশে বক্তৃতা দিচ্ছিলেন পোপ। ৮৬ বছর বয়সী এই ক্যাথলিক ধর্মগুরু গির্জায় প্রবেশ করেন হুইলচেয়ারে চড়ে। শনিবার সন্ধ্যার বেশিরভাগ সময় তিনি বেদীর কাছেই বসেছিলেন।

পোপ ফ্রান্সিস বলেন, ‘যেখানে পশুরা তাদের যে পরিমাণ খাদ্য দেয়া হয় তাতেই সন্তুষ্ট থাকে সেখানে, আমরা মানুষ সম্পদ এবং ক্ষমতার লোভে আমাদের প্রতিবেশী এমনকি মা-বোনকেও ছাড় দেই না।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেইনে পুরাদমে সামরিক অভিযান শুরু করল, তখন ‘সরাসরি রাশিয়ার নিন্দা না করায়’ পোপের সমালোচনা করেছিলেন ইউক্রেইনের অনেকে। তাদের অভিযোগ ছিল, সরাসরি রাশিয়াকে দোষী না করে তিনি যুদ্ধ নিয়ে ‘গা বাঁচানো’ মন্তব্য করেছেন।

গত জুন মাসে এক বক্তব্যে পোপ বলেছিলেন, এই যুদ্ধে হয়ত কোনোভাবে “উসকানি ছিল, কিংবা ঠেকানোর চেষ্টা হয়নি।” তবে পরে রুশ সৈন্যদের কর্মকাণ্ডকে ‘নৃশংসতা’ হিসাবে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছিলেন তিনি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ