ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাপকারীর ওপর কি পাপের কুপ্রভাব পড়ে?

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২২, ১৮:৪৮

প্রশ্ন : আমার পিতা বলছেন, আমি এমন এক পাপে লিপ্ত হয়েছি, যে পাপ গোটা পরিবারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাপের পরবর্তীতে তারা কিছু কঠিন সময় অতিবাহিত করেছে; যেমন চুরির মাধ্যমে তাদের কিছু সম্পদ হারানো ও কিছু জরিমানা দেয়া। এগুলো কি আমার গুনাহের কারণে ঘটতে পারে? মনে হয় এমন কথা সঠিক নয়। কারণ কোনো একজন মা গুনাহতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ কি তার সব বাচ্চাকে শাস্তি দেবেন?

উত্তর : অন্যের গুনাহের কারণে ব্যক্তিকে পাকড়াও করা হয় না। প্রত্যেক ব্যক্তির কাছ থেকে তার নিজের আমলের হিসাব নেয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর কোনো বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না।’ (সুরা ফাতির : ১৯) কিন্তু কোনো পিতামাতা যদি পাপে লিপ্ত হয় তাহলে পরিবারের সদস্যরা তাকে অনুকরণ করবে। (মাজমুউ ফাতাওয়াশ শাইখ বিন বায : ২/৬১০)

তবে হতে পারে পাপের গ্লানি পাপকারীর গণ্ডি পেরিয়ে পরিবারের কিছু সদস্য পর্যন্ত পৌঁছতে পারে। এভাবে সেটি পাপীর জন্য ও পাপীর পরিবারের জন্য শাস্তি হতে পারে। আল্লাহ তাআলা ব্যক্তিকে বিভিন্ন মুসিবতের মাধ্যমে পরীক্ষা করেন; তার পাপ মোচন করার জন্য। আবার কখনও নেয়ামত দেয়ার মাধ্যমেও পরীক্ষা করেন। তিনি বলেন, ‘আমরা তোমাদের মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি ।’ (সুরা আম্বিয়া : ৩৫)

সর্বপরি একজন মুসলিমের ওপর আবশ্যক হলো পাপ থেকে বিরত থাকা; যাতে করে তার ওপর আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ নাজিল না হয়।

বিশ্বের জনপ্রিয় ইসলামবিষয়ক প্রশ্নোত্তর সাইট ‘ইসলামকিউঅ্যা’ থেকে ভাষান্তর মুহাম্মদ নুরুল্লাহ তারীফ

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ