সালাত শব্দের আভিধানিক অর্থ- দোয়া, তাসবিহ, রহমত তথা দয়া, ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। পরিভাষায় বলা হয়, ‘নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পদ্ধতিতে ইবাদত করার নামই সালাত।
রাসুলুল্লাহ (সা.) যখন মিরাজে গমন করেন, আল্লাহ তাআলা তখন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেন রাসুল (সা.) ও তার উম্মতের ওপর। আল্লাহ তাআলা সর্বমোট ৮২ বার নামাজের কথা বলেছেন।
নামাজ একটি ফরজ তথা আবশ্যক ইবাদত, সেই প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘যারা অদৃশ্যের বিষয়গুলোতে ইমান আনে এবং নামাজ কায়েম করে।’ (সুরা বাকারা, আয়াত : ৩)
ইসলামে যেকোনো প্রাণীর ছবি আঁকা হারাম। ইমাম নববী (রহ.) বলেন, আমাদের শাফেয়ি মাজহাব ও অন্য মাজহাবের আলেমরা বলে থাকেন, কোনো প্রাণীর ছবি প্রস্তুত করা কঠোরভাবে নিষিদ্ধ। এটি কবিরাগুনাহ।
কেননা এ ব্যাপারে হাদিসের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রাণীর ছবি ছাড়া অন্যান্য ছবি হারাম নয়। যেমন- গাছপালা, পাহাড়, ঝরনা ইত্যাদির ছবি ব্যবহার করা নিষিদ্ধ নয়। (শরহে নববী ১৪/৮১) ইসলামি শরিয়ত মতে, কোনো প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করা হারাম। তবে প্রাণহীন বস্তু যেমন- বৃক্ষ, পাহাড়, ঝরনা ইত্যাদির ছবি বৈধ। (আল-বাহরুর রায়েক : ২/২৯)
অনেকে মনে করেন, ছবিযুক্ত পোশাক পরিধান করা শুধু নামাজের ক্ষেত্রে হারাম! ফলে তারা নামাজের সময় এ ব্যাপারে খেয়াল রাখলেও অন্য সময় উদাসীন থাকে। অথচ এটা তাদের ভ্রান্ত ধারণা। সর্বাবস্থায় ছবিযুক্ত পোশাক পরিধান করা হারাম। তবে হ্যাঁ, নামাজে এমন পোশাক পরিধান করা গর্হিত অপরাধ।
কোনো ছবিযুক্ত কাপড় দিয়ে নামাজ আদায় করা হোক বা না হোক, উভয় অবস্থায় তা মাকরুহে তাহরিমি বা হারাম। (আল-বাহরুর রায়েক ২/২৯)
সুতরাং ছবিযুক্ত কাপড় পরে নামাজ পড়লে তা আদায় হয়ে যাবে ঠিকই, কিন্ত মাকরুহে তাহরিমি বিষয়ে লিপ্ত অবস্থায় নামাজ পড়ার কারণে গুনাহ হবে। আর যদি ছবিটি একেবারে অস্পষ্ট হয় তাহলে মাকরুহ হবে না। সুতরাং খেলোয়াড়দের জার্সি পরে কেউ যদি নামাজ পড়ে, আর সেটাতে খেলোয়ারড়দের ছবি থাকে, তাহলে সেটা পড়ে নামাজ আদায় করা মাকরুহ হবে। তবে যদি জার্সিতে কারও ছবি না থাকে, তাহলে নামাজ পড়তে অসুবিধে নেই।
অনেক জার্সিতে দেখা যায়, খেলোয়াড়ের ছবি নেই, কিন্তু লোগো আছে। আর সে লোগোগুলো বিভিন্ন পশু-পাখির ছবি কিংবা অবয়ব। এই পশু-পাখির ছবি সম্বলিত জামা-কাপড় পরিহিত নামাজ মাকরুহ হয় কিংবা হালকা হয়ে যায়। ভেবে দেখুন, আপনি কষ্ট করে নামাজ ঠিকই আদায় করেছেন অথচ আপনি সেই নামাজের সওয়াব পেলেন অর্ধেকেরও কম, ব্যাপারটা কি আপনার জন্য ভালো হবে? এরপর আবার বিভিন্ন দলের লোগোতে ক্রুশ (+) সাইন দেখা যায় । এই ক্রুশ সম্বলিত জার্সি পড়ে নামাজ আদায় করলে, সে নামাজও মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক ।
আল্লাহ আমাদের ইসলামের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ