পাহাড় হলো প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। এটি মাটিকে মজবুত রাখে। অথচ এই পাহাড় এখন হুমকির মুখে। পাহাড় কাটা হচ্ছে নির্বিচারে।
এতে পাহাড় ধসে যাচ্ছে এবং বহু মানুষ মারা যাচ্ছে। গাছপালা কেটে পাহাড় ন্যাড়া করে ফেলা হচ্ছে। এতে প্রকৃতি হচ্ছে বিনষ্ট। ১৯৫৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া দেশে পাহাড় হোক, ঢিলা হোক কিছুই কাটা যাবে না। ২০১০ সালে আইনটি সংশোধন করে পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। কিন্তু পাহাড় কাটা থামছেই না। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় ইস্যু। জলবায়ু পরিবর্তনেরও প্রভাব মোকাবিলা করতে হবে। নির্বিচারে পাহাড় নিধন বন্ধ করতে হবে। পাহাড় কাটা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে— এটাই প্রত্যাশা।
শুভ্র ঘোষ
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ