ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৪

প্রকৃতিতে বইছে পরিবর্তনের হাওয়া। শীত আসন্ন। হঠাৎ গত কয়েক দিন ধরে ঘনকুয়াশা ও কনকনে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে চলছে শৈত্যপ্রবাহ। গত রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটের শ্রীমঙ্গলে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

একইসঙ্গে জানা যায়, আমাদের প্রতিবেশী দেশ ভারতের পাঞ্জাব, রাজাস্থানসহ অনেক এলাকায় তাপমাত্রা বর্তমানে হিমাঙ্কের নিচে।

প্রকৃতির নিয়মেই ঋতুর পরিবর্তন ঘটে। একইসঙ্গে প্রকৃতির রূপও বদলে যায়। শীত মানেই কনকনে হিম ঠাণ্ডার অনুভূতি। কিন্তু তা অনুভব করতে পারে শুধু বস্তি, ফুটপাত ও রেলস্টেশনের খোলা জায়গায় থাকা হতদরিদ্র ছিন্নমূল ব্যক্তিরা।

শীতের প্রকোপে বরাবরের মতোই এবারো সমস্যায় পড়েছেন নিম্নআয়ের মানুষ। আয়ের পরিমাণ স্বল্প হওয়ায় পুষ্টিগত খাবার ভাগ্যে জুটে না বলেই পুষ্টিহীন জীর্ণশীর্ণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে সহজেই শীত তাদের কাবু করে ফেলে।

অতএব, হতদরিদ্রদের দৈনিক ন্যূনতম পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া উচিত। একইসঙ্গে তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়া একান্ত জরুরি।

কেএম ছালেহ আহমদ বিন জাহেরী শিক্ষার্থী, মৌকারা দারুচ্ছুন্নাত নেছারীয়া কামিল মাদ্রাসা, নাঙ্গলকোট, কুমিল্লা

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ