দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে দিনমজুর ও খেতখামারে কাজ করা মানুষসহ নিম্নবিত্ত পরিবারগুলো। তাদের জন্য বাজারের উত্তাপ এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চাহিদার তুলনায় বাজারে পণ্যের সরবরাহ কম হলে তার মূল্য বাড়তে থাকে। অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের মানসিকতায় বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে।
এছাড়া আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেশি থাকার কারণে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য কর্তৃপক্ষকে বাজার মনিটরিং জোরদার করতে হবে।
অসাধু ও অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের দমনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কর্তৃপক্ষকে সুষ্ঠু বাজারব্যবস্থা সৃষ্টি করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।
মো. আমান উল্লাহ শিক্ষার্থী
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ