ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আসুন সচেতন হই, গাছ লাগাই

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২১, ০৯:৫৭

গাছ আমাদের বড় বন্ধু। অথচ একথা আমরা অনেকেই ভুলে যাই। কোনো প্রতিষ্ঠানে যে কোনো প্রয়োজনে গাছ কাটার দরকার হতেই পারে। কাজেই গাছ কাটার পাশাপাশি নতুন গাছ লাগানোর উদ্যোগও নিতে হবে।

তা না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এছাড়া গাছের অভাবে আরও নানা সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে আরও একটি কথা বলা দরকার-নতুন গাছ লাগানোর পাশাপাশি গাছের চারা যাতে টিকে থাকতে পারে তার জন্যও যথাযথ উদ্যোগ নিতে হবে। সবাই দায়িত্বশীল না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

এসব বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার পদক্ষেপও নিতে হবে। অনেকে মনে করেন, শহরে মাটির অভাব, জায়গার অভাব; বিষয়টি মোটেও ঠিক নয়। ভবনের ছাদে, বারান্দায়, এমনকি কক্ষের ভেতরেও গাছ লাগানো যায়। একটু খোঁজখবর নিলেই জানা যাবে এখন শহরের মানুষের পক্ষেও গাছ লাগানো কোনো কঠিন কাজ নয়। আসুন সচেতন হই, গাছ লাগাই।

অনন্ত অনীক, মোহাম্মদপুর, ঢাকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ