* বাংলাদেশি যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
* প্রতিটি রাউন্ড শুরু হবে বিকেল তিনটায়। পরবর্তী ২৪ ঘণ্টা উত্তর দেওয়া যাবে।
* প্রতি রাউন্ডে প্রশ্ন দেয়া থাকবে ৩টি করে। অপশন থাকবে তিনটি। এর মধ্যে সঠিক উত্তরটিতে ক্লিক করুন।
* অংশগ্রহণকারীরা প্রশ্নসমূহের সঠিক উত্তর বাছাই করে নিজের পূর্ণ নাম, সচল ই-মেইল আইডি, মোবাইল নম্বর ও জেলা সাবমিট করবেন।
* প্রতি রাউন্ডের নির্দিষ্ট সময় দেয়া থাকবে, সেই সময়ের মধ্যে কুইজে অংশগ্রহণ করা যাবে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৫ জন করে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
* বিজয়ীদের সঙ্গে ই-মেইল ও মোবাইলে যোগাযোগ করা হবে এবং তাদের তালিকা nayashatabdi24.com ও নয়া শতাব্দীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এক্ষেত্রে প্রতিযোগীদের ই-মেইল এবং মোবাইল নম্বর সচল থাকা আবশ্যক।
* নয়া শতাব্দী এবং উক্ত আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
* নয়া শতাব্দী’র অনলাইন পোর্টাল ও নয়া শতাব্দী কাতার ফুটবল বিশ্বকাপ ক্যাটাগরি খুঁজলেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে (https://www.nayashatabdi24.com/quiz-contest)।
প্রতিযোগিতার পরিচালনা, ফলাফল ও পুরস্কার সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।