রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মেরাজসহ সাত আসামীর একদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে আসামীদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান ২৩ জুন তাদের রিমান্ড আবেদন করলে বৃহস্পতিবার আদালত আসামীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেপ্তার সাত আসামীকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ