ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশনার সময়: ৩০ মে ২০২৪, ০০:০০

শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলম মিয়া (৩৪) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলম শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে ডিবির সেকেন্ড অফিসার এস আই শফিকুর রহমান সজীবের নেতৃত্বে শেরপুর শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকায় শ্রীবর্দী-শেরপুর সড়কের পুরাতন লিখন সিনেমা হলের সামনে অভিযান চালানো হয়। ওই সময় ইউপি সদস্য আলম মিয়াকে আটক করে ডিবি পুলিশ। পরে আলম মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ