অগ্নিকাণ্ড আমাদের দেশে একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কিছুদিন পরপরই দেখা যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জীবন্ত মানুষের পোড়া গন্ধে প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায়। দেশজুড়ে আহাজারি-আর্তনাদ। একটি অগ্নিকাণ্ডের শোকের মাতম সইতে না সইতেই আরেকটা অগ্নিকাণ্ড! অকালে ঝরে যায় কত প্রাণ।
আগুন শুধু প্রাণই কেড়ে নেয় না, মানুষকে নিঃস্ব করে দেয়। কিন্তু এ অবস্থা চলবে আর কতদিন? কবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল হবে? আর কত মানুষ পুড়ে মরলে তাদের হুশ ফিরবে?
একটি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবকিছু ঢেলে সাজালে বারবার একই দুর্ঘটনার পুনরাবৃত্তি হতো না। প্রতিটি দুর্ঘটনার পরে তদন্ত কমিটি হয়। নিয়ম অনুযায়ী সেই তদন্তের প্রতিবেদন জমাও পড়ে। দুর্ঘটনার কারণ হিসেবে উঠে আসে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা।
কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, এসব তদন্ত প্রতিবেদনের একটিরও আলোর মুখ দেখার নজির নেই। তদন্ত কমিটি যেন লোক দেখানো ছাড়া কিছুই না। আবার ক্ষমতার দাপট এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় অপরাধীরা ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়।
ভবন নির্মাণে অনিয়ম, অবৈধ গ্যাস বা বিদ্যুৎ সংযোগ, ত্রুটিপূর্ণ গ্যাস পাইপ লাইন, অপরিকল্পিত বৈদ্যুতিক সংযোগ, রাসায়নিক গুদামের দাহ্য পদার্থ ইত্যাদি নানা অনিয়ম তদন্তে উঠে আসে।
প্রতিটি দুর্ঘটনায় একটা বিষয় লক্ষনীয় যে, সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত সিঁড়ির সুবিধাও। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, ভবনে কোনো অগ্নিনির্বাপক যন্ত্রই নেই। যত্রতত্র গড়ে উঠেছে রেস্তোরাঁ ও হাসপাতাল।
তাহলে এসব দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ও কর্মকর্তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করছেন- তা বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না।
আবাসিক ও বাণিজ্যিক ভবন, কল-কারখানা, বস্তি, মার্কেট, রেস্তরাঁ, দোকানপাট এবং বিদ্যুৎ সাবস্টেশন সবকিছুই আগুনে পুড়ছে। এমনকি জীবন রক্ষাকারী হাসপাতালও। বিশ্বের ঝুঁকিপূর্ণ কয়েকটি শহরের একটি রাজধানী ঢাকা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালে সারাদেশে ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ গেছে ১০২ জনের, আহত হয়েছেন ২৮১ জন। এর আগে ২০২২ সালে দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ৯৮ জন। আর আহত হয়েছেন ৪০৭ জন।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের তথ্যমতে, সারাদেশে বছরে আনুমানিক ছয় লাখ মানুষ আগুনে দগ্ধ হয়। সর্বশেষ ঘটে যাওয়া ঢাকার বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুনে পুড়ে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা অর্ধশতাধিক।
গতবছর রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানী না হলেও, ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতি হয়েছে। মালামালসহ পাঁচ হাজার দোকান পুড়ে গেছে। দোকান মালিক সমিতির ভাষ্যমতে, এক হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়েছেন হাজারো ব্যবসায়ী।
আমাদের ফায়ার সার্ভিসকে আরও আধুনিকায়ন জরুরি। পাশাপাশি অগ্নিকাণ্ড সম্পর্কে জনগণকেও সচেতন করতে হবে। কখনো আগুন লাগলে করণীয় কি- তা বেশিরভাগ লোকই জানেন না। শিক্ষাক্রমে অগ্নিকাণ্ডের সচেতনতা ও করণীয় অন্তর্ভুক্ত করার সময় এসেছে। পাশাপাশি ঢাকাসহ অন্যান্য বড় শহরগুলোতে পর্যাপ্ত জলাশয় খনন করতে হবে। ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার বিকল্প কিছু নেই।
সবশেষে বলতে চাই, অগ্নিকাণ্ডের ঘটনায় লোক দেখানো তদন্ত কমিটি আর নয়। তদন্ত কমিটির প্রতিটি প্রতিবেদন আমলে নিয়ে সুষ্ঠু বিচার করা হোক। আবাসিক ভবন এবং কলকারখানা দেখভালের দায়িত্বে থাকা সকল শাখাকে জবাবদিহিতার আওতায় আনা হোক। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন বন্ধ করা হোক। অবৈধ ভবন নির্মাণ বন্ধ হোক। আগে থেকেই সম্মিলিত কার্যকরী পদক্ষেপে নিলে অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।
লেখক- সাংবাদিক ও কলামিস্ট এবং সাবেক সভাপতি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ