ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২২, ১৩:০২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ১৩:০৯
দিগন্ত বিস্তৃত আমনের সোনালি ধানের মনভালো করা দৃশ্য। ছবি : আমানত উল্যাহ

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। দুই উপজেলার বিভিন্ন স্থানে আমন ধান কাটা শুরু হয়েছে। রোপা আমন চাষের নির্ধারিত লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি আমন মৌসুমে কমলনগরে ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৭ হাজার হাজার ৭৫ মেট্রিক টন। রামগতি উপজেলায় নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৮০০ হেক্টর। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২ হাজার ৬০০ মেট্রিক টন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চলতি আমন মৌসুমে ধানের ফলন বেশ ভালো হয়েছে। দিগন্তজুড়ে সবুজের সমারোহে সোনালি ধানের শীষ দোল খাচ্ছে বাতাসে। পাকা সোনালি ধানের আভায় স্বপ্ন দেখছে কৃষক। দিন যতই যাচ্ছে ধানের রূপ ততই বদলাচ্ছে। এখন চলছে ধান কাটার প্রস্তুতি। কোথাও কোথাও ধান কাটতে দেখা গেছে কৃষকদের।

দিগন্তজুড়ে সবুজের সমারোহে সোনালি ধানের শীষ দোল খাচ্ছে বাতাসে। ছবি : আমানত উল্যাহ

কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের কৃষক আব্দুল হক জানান, এক একর জমিতে তিনি আমন ধান আবাদ করেছেন। ফলন খুব ভালো হয়েছে। কিছু ধান কাটার উপযুক্ত হয়েছে। আগামী সপ্তাহে এসব ধান কাটবেন তিনি।

চরঠিকা গ্রামের কৃষক মো. হারুন জানান, আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় আমন ধানের ফলন মোটামুটি ভালো হয়েছে। তিনি প্রায় দুই একরের চেয়ে বেশি জমিতে আমন চাষাবাদ করেন।

রামগতির চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপার কৃষক ছালাহ উদ্দিন জানান, দেড় একর জমিতে তিনি আমন ধান আবাদ করেছেন। ফলন খুব ভালো হয়েছে।

কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক ও রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি। এতে চলতি রোপা আমন মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। যা ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ