ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাচা পদ্ধতিতে লাউ চাষে ঝুঁকছে তরুণরা

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৪৯

একসময় শুধুমাত্র পারিবারিক চাহিদা পূরণে বসতবাড়ির আঙিনায় বা ঘরের চালে লাউ চাষ করা হতো। এখন লাউয়ের ব্যাপক চাহিদা, উৎপাদন খরচ ও সময় কম লাগার কারণে বাণিজ্যিকভাবে লাউ চাষ শুরু হয়েছে। কৃষিজমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে সাফল্য পাচ্ছেন চুয়াডাঙ্গার জীবননগরের তরুণ কৃষি উদ্যোক্তারা।

উপজেলার উথলী, আন্দুলবাড়িয়া, রায়পুর, হাসাদাহ, বাঁকা ও সীমান্ত এলাকার মাঠ ঘুরে দেখা যায়, মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেছে তরুণ কৃষি উদ্যোক্তারা। বাঁশ ও তার দিয়ে ৫ ফুট উঁচু করে তৈরি করা হয় মাচা। একবার মাচা তৈরি করলে সেখানে ৩ থেকে ৪ বছর লাউ চাষ করা যায়। লাউ চাষে রাসায়নিক সার ও শ্রমিক খরচ অন্যান্য চাষের চেয়ে অনেক কম। এছাড়া চারা লাগানোর দেড় মাসের মধ্যে লাউ ধরা শুরু করে।

উপজেলার উথলী গ্রামের তরুণ লাউ চাষি আশরাফুল ইসলাম জানান, এক বিঘা জমিতে হাইব্রিড ময়না জাতের লাউ চাষ করেছি। প্রতিদিন ৩ কাটুন করে লাউ বিক্রি করি। প্রতিটি কাটুনে ৬০ পিচ করে লাউ ঢাকাতে পাঠিয়ে দেই। খরচ বাদে প্রতি কাটুনে ১৭শ থেকে ১৮শ টাকা আয় হয়।

আরেক লাউ চাষি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, স্কুলের শিক্ষকতার পাশাপাশি দেড় বিঘা জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করেছি। প্রতিদিন সকালে লাউ কাটুন করে ঢাকাতে পাঠানো হয়। বিকেলে ও ছুটির দিনে লাউ গাছ পরিচর্যা করি।

তরুণ লাউ চাষি জনসন মিয়া বলেন, ১৫ কাঠা জমিতে উচ্চ ফলনশীল ডিসকাভার জাতের লাউ চাষ করেছি। লাউ চাষে রাসায়নিক সার ও শ্রমিক খরচ কম, অল্প দিনের মধ্যে ফলন পাওয়া যায়। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ব্যাপারিরা জমি থেকে লাউ নিয়ে যায়।

এদিকে, তরুণ লাউ চাষিদের সাফল্য দেখে আশপাশের অনেক কৃষকেরা এখন লাউ চাষে আগ্রহী হচ্ছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ