ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সালথায় অসময়ে পেঁয়াজ চাষে বিপাকে কৃষকেরা

প্রকাশনার সময়: ২২ জুন ২০২৪, ১৯:০০ | আপডেট: ২২ জুন ২০২৪, ১৯:১২

কয়েক বছর ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম বেপরোয়া। তাই ভালো দাম পাওয়ার আশায় পাটের পুরো মৌসুমে পেঁয়াজ চাষ করেছেন ফরিদপুরের সালথার বেশ কয়েকজন কৃষক। তবে বেশিরভাগ কৃষকের পেঁয়াজের ফলন ভালো হয়নি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সালথায় অন্তত ১০ একর পাটের জমিতে গ্রীস্মকালীন পেঁয়াজ চাষ করা হয়েছে। শীতকাল হলো পেঁয়াজ চাষের উপযুক্ত সময়। এতে অসময়ে এ ফসল চাষ করে অনেকেই বিপাকে পড়েছেন। সময় চলে গেলেও এখনো বড় হয়নি পেঁয়াজের গুটি। আবার কারো কারো পেঁয়াজের গুটিই নামেনি। তবে ২-৩ জন কৃষকের পেঁয়াজ ভালো হয়েছে বলে জানা গেছে। কৃষকেরা জানান, যেসব চাষিরা সরাসরি ক্ষেতে পেঁয়াজের বীজ বপণ করেছেন, তাদের পেঁয়াজ ভালো হয়েছে। আর যারা বীজতলা থেকে চারা উৎপাদন করে ক্ষেতে রোপণ করেছেন, তাদের পেঁয়াজ ভালো হওয়ার সম্ভবনা নেই।

উপজেলার গট্টি ইউনিয়নের দোহার গট্টি এলাকার আলিম উদ্দিন নামে এক কৃষক বলেন, ‘পেঁয়াজের দাম ভালো হওয়ায় এবার পাট চাষ না করে গ্রীস্মকালীন পেঁয়াজ চাষ করার সিদ্ধান্ত নেই। সেই অনুযায়ী, আমি চার বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। কিন্তু ক্ষেতের পেঁয়াজ পুরোই মাইর গেছে। এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।’

মো. ওবায়দুর রহমান নামে আরেক কৃষক বলেন, ‘আমি ১০ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছি, কিন্তু ভালো হয়নি। আগামীতে আর এভাবে পেঁয়াজ চাষ করব না।’

কাঠিয়ার গট্টি এলাকার বাহা উদ্দীন বলেন, ‘আমার পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে। কারণ সরাসরি ক্ষেতে পেঁয়াজ বীজ বপণ করেছিলাম, আর যারা বীজতলা থেকে চারা উৎপাদন করে ক্ষেতে রোপণ করেছেন তাদের পেঁয়াজ ভালো হয়নি।’

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন, ‘অসময়ে পেঁয়াজ চাষ করতে হলে অবশ্যই উঁচু জমি ব্যবহার করতে হবে। কারণ বর্ষা মৌসুমে নিচু জমিতে পেঁয়াজ চাষ করলে ক্ষেতে বৃষ্টির পানি জমে পেঁয়াজের চারা নষ্ট হয়ে যায়। আর যদি কেউ নিচু জমিতে পেঁয়াজ চাষ চায়, তাহলে ক্ষেতের মধ্যে বেড কেটে মাটি উঁচু করে চাষ করতে হবে। তাহলে বৃষ্টি নামলেও ক্ষেতে পানি দাঁড়াবে না। ফলে পেঁয়াজের ক্ষতিও হবে না।’

তিনি আরও বলেন, ‘এবার সালথায় ১০ একর জমিতে গ্রীস্মকালীন পেঁয়াজ চাষ হয়েছে। ভুল পদ্ধতিতে যারা পেঁয়াজ চাষ করেছে, তাদের ভালো হয়নি। তবে আগামীতে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী, পেঁয়াজ আবাদ করলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা নেই।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ