ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কালিয়াকৈর উপজেলা পরিষদে দৃষ্টিনন্দন ছাদবাগান

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ ভবনের ছাদে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ছাদবাগান। বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ফুল, ফল ও ঔষধি গাছ।

সরেজমিনে দেখা যায়, সবুজের সমারোহ উপজেলা পরিষদের হল রুমের ছাদ। সারি সারি বিভিন্ন ফলের গাছ রোপণ করা হয়েছে। বছর ঘুরতেই সেখানে বিভিন্ন গাছে এসেছে ফলন। চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের সবজি। আছে ফুল গাছও। ছাদবাগান পাখির কলকাকলিতে মুখর থাকে। কোনো বাসাবাড়ির ছাদের নয়, এমন দৃশ্য মেলে কালিয়াকৈর উপজেলা পরিষদের অডিটোরিয়ামের ছাদে। সেখানে দেশি-বিদেশি মিলে অনেক রকমের গাছ রয়েছে। এর মধ্যে আম, কামরাঙা, কলা ছাড়াও সৌদি খেজুরের গাছও রয়েছে।

দেশে দ্রুত জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নগরায়নের পরিধি ও নতুন নতুন আবাস্থল। যে কারণে দ্রুত হ্রাস পাচ্ছে কৃষি জমি। অবাধে কাটা হচ্ছে বৃক্ষ। বর্তমানে খাদ্য উৎপাদনসহ পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরই মাঝে আশার আলো দেখিয়ে সম্ভাবনার দ্বার খুলছে উপজেলা পরিষদের কর্মকর্তারা। তাদের প্রচেষ্টায় গড়ে তোলা শখের ছাদবাগান।

উপজেলা পরিষদের ছাদবাগান ঘুরতে আসা আমেনা জানান, বিভিন্ন প্রোগ্রামে আমি উপজেলায় আসি। এখানে আসতেই দূর থেকে উপজেলার হল রুমের ছাদবাগানটি চোখে পড়ে। তাই কাজের ফাঁকে ছাদবাগানে ঘুরতে আসি। এখানে আসলে অনেক ভালো লাগে।

ছোট্ট শিশু ইশরাতকে নিয়ে বাগানে ঘুরতে আসা আমেনা বলেন, স্কুলের অনেক প্রোগ্রামে আমি আমার মেয়েকে নিয়ে উপজেলায় আসি। ইশরাত দূর থেকে ছাদে ফুল দেখে ছাদে আসতে চায়। তাই মেয়েকে নিয়ে ছাদে উঠেছি। অবহেলিত ফাঁকা ছাদে এতো সুন্দর ফুল, ফল ও সবজির বাগান রীতিমতো আমাকে অবাক করেছে। আমি কৃষি কর্মকর্তার সাথে কথা বলে আমার বাসার ছাদে একটি সুন্দর বাগান গড়ে তুলবো।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বাড়ি বা অফিসের ছাদে যদি কেউ ছাদবাগান করতে আগ্রহী হন তবে তাদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করে থাকি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ