ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বালিয়াকান্দিতে ফুল চাষে সফল জাহিদ

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:২৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফুল চাষে সাফল্যের মুখ দেখছেন কসমেটিক ও ফুল ব্যবসায়ী জাহিদ হাসান তপু।

উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামের ব্যবসায়ী জাহিদ হাসান তপু। চলতি মৌসুমে গাঁদা ফুল চাষ করে এলাকাজুড়ে সাড়া ফেলেছেন। তার ফুলের বাগান দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্শ্ববর্তী উপজেলায় ফুল সরবরাহ করতে ফুল তুলছেন তপু ও তার ভাইবোন। প্রথমবারের মতো ফুল চাষে সাফল্য দেখে পাশের জমিতে বীজ ও কলম শুরু করেছেন তপুর কয়েকজন শ্রমিক। ফুল চাষে লাভ হওয়ায় পাশের ১ একর জমিও লিজ নিয়েছেন।

ফুলের বাগান দেখতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, আমাদের ধারণা ছিল, ফুল চাষ শুধুমাত্র যশোরের গঁদ খালীতে হয়। তবে সেই ধারণা পাল্টে দিয়েছেন তপু। তার ফুল বাগানে বাসন্তী, গাঁদা, রক্ত গাদা, গোলাপ, রজনীগন্ধা রয়েছে।

ফুলের চাষ সম্পর্কে তপু বলেন, আমি বিয়ে বাড়ি, বিয়ের গাড়ি, বাসরঘর সহ সরকারি-বেসরকারি প্রতি উৎসবে ফুলের ডালাসহ ফুল সামগ্রী বিক্রি করে থাকি, এই ফুল সংগ্রহের জন্য আমাকে কুষ্টিয়া, মধুখালি, বিভিন্ন জেলা-উপজেলায় যেতে হতো। তাই আমি ২২ শতাংশ জমিতে ফুলের চাষ করেছি। প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটেছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ