ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

বর্ষা মৌসুমে টমেটো চাষে লাভবান সুবর্ণচরের চাষিরা

প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫

রবি মৌসুমে প্রতি কেজি টমেটো ১০-১৫ টাকা হলেও গ্রীষ্ম বা বর্ষা মৌসুমে প্রতি কেজি টমেটোর দাম একশ থেকে দুইশ টাকা। এতে ১০-১৫ গুণ লাভ গুনছেন চাষিরা। সরেজমিনে, নোয়াখালীর সুবর্ণরের কয়েকজন কৃষকের সাথে কথা বলে তাদের এ সফলতার কথা জানা গেছে।

উপজেলার চরওয়াপদা ইউনিয়নের কৃষক নুর উদ্দিন জানান, ৫ শতক জমিতে পলিসেড়ে টমেটো চাষ করেছেন তিনি। এতে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। এ মৌসুমে টমেটোর চাহিদা ও ভালো দাম পাওয়ায় ৬০ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন তিনি। তার মতে, একই সেড়ে ২-৩ বছর ফসল ফলাতে পারবেন। এতে নতুন করে খরচ করতে হবে না।

চরক্লার্ক ইউনিয়নের টমেটো চাষি মো. ইসলাম মিয়া জানান, রবি মৌসুমে টমেটো চাষ করে ৫-১০ টাকায় বিক্রি করেছেন। এতে তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি অফিসের সহায়তায় এবার ৫ শতক জামিতে টমেটো চাষে ব্যাপক লাভবান হয়েছেন।

প্রতি কেজি টমেটো পাইকারি দরে বিক্রি করেছেন ১-২শ টাকা পর্যন্ত। তার দেখে অনেকে আগ্রহী হচ্ছেন গ্রীষ্মকালীন টমেটো চাষে।

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এখানকার কৃষি পণ্য বৃহত্তর নোয়াখালীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। রবি মৌসুমে ফসল উৎপাদনের পাশাপাশি গ্রীষ্মকালীন ফসলে তুলনামূলক বেশি লাভবান হচ্ছেন তারা। গ্রীষ্মকালীন টমেটো তেমনই একটা ফসল।

তিনি জানান, এ বছর সুবর্ণচরে গ্রীষ্মকালীন টমেটো আবাদ হয়েছে ৮ হেক্টর জমিতে। আগামীতে এর দ্বিগুণ হবার সম্ভাবনা রয়েছে।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ