ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুকে নিয়ে প্রতীকী গল্প ডিএনসিসির

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২২, ০৯:১১

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে স্মরণ করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আপন আলোয় আলোকিত বাংলাদেশের মানচিত্র। তারই কেন্দ্রে আলোকবর্তিকা হাতে এক মহানায়ক। প্রতীকী এমন গল্পই লিখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

একজন মুজিবুর থেকে লক্ষ মুজিব। একটি আলোকবর্তিকা থেকে জ্বলজ্বলে গোটা বাংলাদেশ। পঁচাত্তরের ১৫ আগস্ট খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে হয়তো ভেবেছিল, সেখানেই শেষ। কিন্তু না, তার দেখানো দিশায় আজও পথ দেখেন টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ। তার আলোয় আলোকিত ৫৬ হাজার বর্গমাইল।

জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে ডিএনসিসির ব্যতিক্রমী আয়োজনে যেন ফুটে ওঠে সেই আলোর গল্প। যে গল্পের মহানায়ক হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ভয়াল সেই রাত স্মরণে রাত ১২টার কিছু পর মোববাতি জ্বালিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল। ঢাকা উত্তরের আয়োজনে ধীরে ধীরে বিন্দু বিন্দু মোমের আলোয় রূপ নেয় বাংলাদেশ।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ