ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিক পাভেলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫

দৈনিক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর সদস্য পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিপিজেএ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গনে বিপিজেএ আয়োজিত পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

বিপিজেএ-এর সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে ও কার্যযনির্বাহী সদস্য আজমল হক হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, বিপিজেএ’র সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সহ-সভাপতি মসিউর রহমান খান, যুগ্ম সম্পাদক কাজী সাজিদুল হক, সাবেক সভাপতি উত্তম চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, সাবেক যুগ্ম-সম্পাদক নিখিল ভদ্র প্রমুখ।

মানববন্ধনে হারুন আল রশীদ বলেন, পাভেল হায়দার চৌধুরীর নামে মামলা হয়েছে। কিন্তু এই কালো আইনে অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা নির্যাতিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রী বলেছেন, সাংবাদিকরা গ্রেফতার হবেন না। কাদেরকে বলেছেন? আইনে বলে দিয়েছেন, সাংবাদিক ধরো। আর মুখে বলছেন ধরো না। এটা দ্বিচারিতা।

তিনি বলেন, সাংবাদিকদের কাজ আজীবন লেখালেখি করা। তারা সেই কাজটাই করবে। এই কাজের বাধা হয়ে দাঁড়ায় এমন সব আইন বাতিল করার দাবি জানান।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গত আড়াই মাস আগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দুরভিসন্ধিমূলক। কোনো সংবাদ প্রকাশ হলেই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এটি একটি হয়রানিমূলক মামলা যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থি। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন বিপিজেএ-এর অর্থ সম্পাদক সিরাজুজ্জামান, দপ্তর সম্পাদক জেসমিন মলি, কার্যনির্বাহী কমিটির সদস্য, এমরান হোসাইন শেখ, মিজান রহমানসহ প্রমুখ।

প্রসঙ্গ, গত ৬ জুলাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের সূত্র ধরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা এই মামলাটির আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পাভেল হায়দার চৌধুরী ও দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুলকে হাজির হতে সমন জারি করেন আদালত।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ