ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওয়ালটন-ক্র্যাব ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল-ফাইনাল বুধবার

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৩

উৎসবমুখর পরিবেশে ওয়ালটন-ক্র্যাব ফেস্টিভ্যাল ২০২২ এর ফুটবল টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় রাউন্ড অুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আরামবাগের মাঠে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদশ ক্রাইম রিপোর্টার্স এসাসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। তিনি বেলুন উড়িয়ে ফুটবল খেলার উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুু ও শেখ মোহাম্মদ আসলাম। ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুর সার্বিক সহযোগীতায় ফুটবল খেলা পরিচালনা করেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মিন্টু হোসেন।

এবার খেলায় অংশ নেয় ১০টি টিম। প্রথম রাউন্ডে নকআউট পদ্ধতিতে বিজয় হয় পাঁচটি টিম। এরমধ্যে ছিল, গতবারের চ্যাম্পিয়ন টাইফুন, রানার আপ এভারগ্রীন, এফবিআই, টুডেস ক্রাইম ও ক্র্যাব ইসি। দ্বিতীয় রাউন্ডে ইসি একাদশ দল পরাজয়ের পর যথাক্রমে টাইফুন, এভারগ্রীন, এফবিআই ও টুডেস ক্রাইম সেমি ফাইনাল খেলবে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় এভারগ্রীন ও টুডেস ক্রইমের মধ্যে প্রতিযোগিতা হবে। আর সাড়ে ১০টায় মুখোমুখি হবে টাইফুন ও এফবিআই। এই চার দলের মধ্যে যে দুটিদল জিতবে তাদের মধ্যে ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায়।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ