ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিপিজেএ খসড়া ভোটার তালিকা চূড়ান্ত, নির্বাচন ২ সেপ্টেম্বর

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২২, ১৪:৩২

আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের (বিপিজেএ) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে খসড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংগঠনের কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উত্তম চক্রবর্তী। সভায় বিশেষ আমন্ত্রণে সংগঠনের সাবেক সভাপতি শাজাহান সরদার অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল ভদ্র, অর্থ সম্পাদক কাজী মুহাঃ আফিফুজ্জামান (কাজী সোহাগ), দপ্তর সম্পাদক কাজী সাজিদুল হক, নির্বাহী সদস্য আসাদুজ্জামান সম্রাট, সুমন মাহবুব, হেলালা মো. সিরাজুজ্জামান প্রমুখ।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার সংগঠনের সাধারণ সভা ও সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ১০ টা থেকে সাধারণ সভা এবং বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

নির্বাচনের জন্য ১৪২ সদস্যের খসড়া ভোটার তালিকা অনুমোদন দেওয়া হয়। নির্বাচন কমিশন নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের তফশিল ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। নতুন সদস্য পদ প্রদানের বিষয়েও আলোচনা হয়। সদস্য পদের বিষয়ে নির্বাচন পরবর্তী নতুন কমিটি সিদ্ধান্ত নেবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ