বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেলে ৫টা পর্যন্ত।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও রাজধানীতে কর্মরত সাংবাদিকরা সকাল থেকেই প্রেসক্লাবে চত্বরে হাজির হতে শুরু করেন। সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিক সমাজের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
নির্বাচন চলাকালে ভুয়া ভোটার চিহ্নিত করার দয়িত্ব এজেন্টদের। কোন ভোটার সম্পর্কে এজেন্টরা আপত্তি দিলে নির্বাচন কমিটি ভোটারের পরিচিতি চিহ্নিত করবে। ভুয়া ভোটার ধরা পড়লে নির্বাচন পরিচালনা কমিটি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
কোন ভোটার ভোট দেয়ার সময় পোলিং বুথে মোবাইল ও ক্যামেরাসহ কোন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস ও ব্যাগ সঙ্গে রাখতে পারবেন না।
নয়া শতাব্দী/এস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ