ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অনুসন্ধানী সাংবাদিকতায় আঞ্চলিক পর্যায়ে সেরা নয়া শতাব্দীর শরীফ

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২১, ২১:২৮

অনুসন্ধানী সাংবাদিকতা-২০২১ এর আঞ্চলিক পর্যায়ে যৌথভাবে দেশসেরা হয়েছেন নয়া শতাব্দীর সিলেট ব্যুরো প্রধান শাহ শরীফ উদ্দিন। এ উপলক্ষে তাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মাইডাস ভবনে টিআইবি’র উদয় পদ্ম কনফারেন্স হলে ‘বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতা : গণমাধ্যমে প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বিজয়ী সাংবাদিকদের পুরস্কৃত করা হয়।

সাংবাদিক শাহ শরীফ উদ্দিন ২০২০ সালের ২৫ থেকে ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর পর্যন্ত ‘পাথর রাজ্যে মিলেমিশে হরিলুট, দীর্ঘ হয় লাশের সারি’ প্রধান শিরোনামের অধীনে ভিন্ন ভিন্ন শিরোনামে আট পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন।

এবার অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কারের জন্য সর্বমোট ৭১টি প্রতিবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথম দফার বিচারকার্যে প্রাপ্ত নির্ধারিত নম্বরের ভিত্তিতে নির্বাচিত প্রতিবেদনসমূহকে চূড়ান্ত মূল্যায়নের জন্য মনোনিত করা হয়। পরে চূড়ান্ত মূল্যায়নের পর বিজয়ী ঘোষণা করা হয়।

আঞ্চলিক সংবাদপত্র বিভাগে যৌথভাবে বিজয়ী শাহ শরীফ উদ্দিন ছাড়াও খুলনার দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন।

অপরদিকে জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার আহমেদ জায়িফ। এছাড়া জলবায়ু অর্থায়নে সুশাসন (সিএফজি) বিষয়ে জাতীয় সংবাদপত্র বিভাগে একজন এবং টেলিভিশন বিভাগে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

টেলিভিশন প্রতিবেদনের ক্ষেত্রে ক্যামেরাপারসনের বিশেষ ভূমিকার জন্য এ বছরের দুটি টেলিভিশন প্রতিবেদনের জন্য দুইজন ক্যামেরাপার্সনকেই বিচারকমণ্ডলীর সুপারিশে পুরস্কার দেওয়া হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ