ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি হিসেবে জয়ী হয়েছেন নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম হাসিব।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। একঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ভোট গণনা। এবার নির্বাচনে ১ হাজার ৩২৬ জন সদস্য ভোট প্রদান করেছেন।
নির্বাচিত হলেন যারা:
সভাপতি:
কবির আহমেদ খান ভোট পেয়েছেন ২৩৬
নজরুল ইসলাম মিঠু ৪৪৯ (নির্বাচিত)
রিয়াজ চৌধুরী ৩০৪
সাখাওয়াত হোসেন বাদশা ২৫৩
এবং
সৈয়দ শুক্কুর আলী শুভ পেয়েছেন ১৯২ ভোট।সহ-সভাপতি:
আবুল বাশার নুরু ২৯৪
আতিকুর রহমান ৩০০
ওসমান গনি বাবুল ৩৮৩
এবং
রাশেদুল হক পেয়েছেন ৩৪৮ ভোট।সাধারণ সম্পাদক:
নুরুল ইসলাম হাসিব ৫০০
মসিউর রহমান খান ৩৩৬
তোফাজ্জল হোসেন পেয়েছেন ২৩১
মো. মঈন উদ্দিন খান ২২৭
এবং
জামিউল আহসান সিপু ১৪৮যুগ্ম সম্পাদক:
মঈনুল আহসান ৫৮৯
এবং
শাহনাজ শারমীন পেয়েছেন ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত।অর্থ সম্পাদক:
শাহ আলম নুর পেয়েছেন ৫৪১ ভোট
এবং
এসএমএ কালাম ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত।সাংগঠনিক সম্পাদক:
সাইফুল ইসলাম পেয়েছেন ৫৫৬ ভোট
এবং
আব্দুল্লাহ আল কাফি ৮৩৭ ভোট পেয়ে নির্বাচিত।দপ্তর সম্পাদক:
কাওসার আজম ৬০৫
এবং
রফিক রাফি পেয়েছেন ৭১৫ ভোট।নারী বিষয়ক সম্পাদক:
জান্নাতুল ফেরদৌস পান্না ৪৯৫
এবং
তাপসী রাবেয়া আঁখি ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত।প্রচার ও প্রকাশনা সম্পাদক:
এম. উমর ফারুক ৫২৩ ভোট
এবং
কামাল উদ্দিন সুমন ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত।ক্রীড়া সম্পাদক:
মো. কবিরুল ইসলাম পেয়েছেন ৬২২ ভোট
এবং
মাকসুদা লিসা ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত।সাংস্কৃতিক সম্পাদক:
সায়ীদ আবদুল মালিক পেয়েছেন ৪৩০ ভোট।
এবং
পদে নাদিয়া শারমিন ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিতকল্যাণ সম্পাদক:
জাহাঙ্গীর কিরণ ৫০১
এবং
কামরুজ্জামান বাবলু পেয়েছেন ৭৮০ ভোট।সদস্য পদ: হাসান জাভেদ ৮২১, মাহমুদুল হাসান ৭৩৯, মহসিন বেপারী ৬০১, মো. আল আমিন ৬৮১, তানভীর আহমেদ ৬৪৪, মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ৬৪৪, এসকে রেজা পারভেজ ৬৪৬, সোলাইমান সালমান ৭৩১ এবং সুশান্ত কুমার সাহা পেয়েছেন ৭০১ ভোট।
এবার ডিআরইউ নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৩ জন। এদের মধ্যে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও অ্যাপায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান বিপরীতে কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ