ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

আদালতের নির্দেশনা মানছেন না বৈশাখীর টিপু আলম

প্রকাশনার সময়: ২৭ জুলাই ২০২৪, ২০:৩৫

বৈশাখী টেলিভিশনের অর্থ আত্মসাৎ, তহবিল তছরুপের দায়ে চিহ্নিত টিপু আলম আদালতের নির্দেশনা মানছেন না। করতে দিচ্ছে না বৈশাখী মিডিয়া লিমিটেডের বার্ষিক সাধারণ সভা।

বৈশাখী মিডিয়া লিমিটেড পরিচালনার জন্য গঠিত কমিটির আদালত মনোনীত সদস্য শফিকুর রহমানএডভোকেট টিপু আলমকে আদালত মনোনীত কমিটি থেকে বের করে দেয়ার আবেদন জানিয়েছেন হাইকোর্টে।

আবেদনে বলা হয়, আদালত মনোনীত কমিটি প্রায় এক দশকের অডিট করেছে। এতে টিপু আলমের চুরি, আত্মসাৎ ও তহবিল তছরুপের চিত্র পাওয়া গেছে। এই রিপোর্ট যাতে বার্ষিক সাধারন সভায় আলোচিত হতে না পারে সে জন্য টিপু আলম বাধা দিচ্ছে। এ কাজে তাকে সহায়তা করছে তাঁর দুর্নীতির সহযোগী অশোক চৌধুরী।

জানা যায়, বৈশাখীতে সব বিজ্ঞাপন যায় টিপু আলমের বিজ্ঞাপনী সংস্থার নামে, অনুষ্ঠান ভাবনা বলে প্রতি অনুষ্ঠান থেকে টাকা ভাগাভাগি করে টিপু আলম ও অশোক চৌধুরী।

গত ১২ জুন হাইকোর্টে করা আবেদনের শুনানী হবে শিগগিরই। টিপু আলমকে বাদ দিয়ে সেখানে নতুন কেউ যুক্ত হতে পারেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ