ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা (আইজে) ফেলোশিপ-২০২৩ পেয়েছেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের (এফই) সাংবাদিক সজিবুর রহমান।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে সজিবুর রহমানসহ তিন সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বাংলাদেশের স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্টের ওপর ধারাবাহিক প্রতিবেদনের জন্য টিআইবির এই ফেলোশিপ পেয়েছেন সাংবাদিক সজিবুর রহমান।
এছাড়া অন্য ফেলোশিপ প্রাপ্তরা হলেন- ভয়েস২৪-এর শারমিন আক্তার রিমা এবং ডেইলি অবজারভারের শাহেনূর আক্তার ঊর্মি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক মো. আনিসুর রহমান, বিশেষ প্রতিবেদক এসএম রানা প্রমুখ।
এতে সমাপনী বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক ডা. সুমাইয়া খায়ের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক বদরুদ্দোজা বাবু এবং সিনিয়র সাংবাদিক ও ফ্রিল্যান্স মিডিয়া কনসালটেন্ট তৌহিদুর রহমান।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ