জয়পুরহাটে 'গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা সার্কিট হাউস মিলনায়তনে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বাংলাদেশ প্রেসকাউন্সিল আয়োজিত জয়পুরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রেস কাউন্সিলের সচিব অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন খান জাহাঙ্গীর প্রমুখ। প্রশিক্ষণে জেলার ৩০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়েছেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ