রিপোর্টার্স ক্লাব রংপুরের সাবেক সভাপতি সাংবাদিক শেখ কল্লোল আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকালে ক্লাবের পাশ্ববর্তী মসজিদ নুরে মদীনায় আসর নামাজ বাদ খতিব আবু ঈসা আল কাদেরী দোয়া পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, কোষাধ্যক্ষ আহসান হাবিব মিলন, দফতর সম্পাদক জিএম জয়, সদস্য তাজিদুল ইসলাম লাল, এম. জোবায়ের পান্না, সাংবাদিক জাবেদ ইকবাল প্রমূখ।
উল্লেখ্য, তিনি ২০১৪ সালের ১১ ডিসেম্বর নিজ বাসভবনের মৃত্যুবরণ করেন। সাংবাদিক শেখ কল্লোল আহমেদ বেঁচে থাকাকালীন সময়ে শুধু রংপুরেই নয়, তিনি রাজধানী ঢাকাতেও দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।
এ ছাড়াও রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ