ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সোমবার

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২৩, ১৮:১৪

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩।’

রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে আগামী সোমবার (২০ নভেম্বর) থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে।

শনিবার (১৮ নভেম্বর) ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী সংবাদ সম্মেলনে বলেন, এবারের টুর্নামেন্টে ৫৫টি দল অংশগ্রহণ করছে। ২০ নভেম্বর থেকে খেলা শুরু হবে। এটি শুধু একটি টুর্নামেন্ট না, এটা আমাদের মহামিলন মেলা। আমরা আনন্দের জন্য খেলব। আমরা সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে খেলায় অংশগ্রহণ করব।

তিনি টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল ক্রীড়া সাংবাদিকদের ধন্যবাদ জানান খেলা আয়োজনে সহযোগিতা করার জন্য। সেই সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনকেও ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি শেষ হবে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আমরা আশা করছি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো অত্যন্ত আনন্দঘন পরিবেশে খেলায় অংশগ্রহণ করবে। খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও থাকবে। আমরা আশা করি প্রতিটি দল প্রতিপক্ষ দলের প্রতি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখবেন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, রিপোর্টাররা সারা বছর ব্যস্ত থাকেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যস্ততা আরও বেড়ে গেছে। এ পরিস্থিতিতেও রিপোর্টাররা আনন্দের জন্য খেলায় অংশগ্রহণ করবো। আমরা ডিআরইউয়ের সঙ্গে আছি। সামনে আরও টুর্নামেন্ট আমরা করব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ডিআরইউয়ের অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য কিরণ সেখ প্রমুখ।

এবারের আসরে ৫৫টি মিডিয়া হাউস নকআউট পদ্ধতিতে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।

গতবারের চ্যাম্পিয়ন ইনকিলাব এবং রানার্সআপ চ্যানেল আইয়ের পাশাপাশি অংশগ্রহণকারী মিডিয়া হাউসগুলোর মধ্যে রয়েছে- ঢাকা পোস্ট, জাগো নিউজ, কালের কণ্ঠ, আমাদের অর্থনীতি, নয়া দিগন্ত, নিউজ২৪, আজকালের খবর, কালবেলা, আরটিভি, ভোরের কাগজ, বৈশাখি টেলিভিশন, বিজনেস পোস্ট, ভোরের ডাক, এটিএন বাংলা, খবর সংযোগ, ভোরের আকাশ, জিটিভি, সময়ের আলো, আজকের পত্রিকা, সংগ্রাম, এনটিভি, বাংলাদেশ প্রতিদিন, যমুনা টিভি, রাইজিং বিডি, নিউ এজ, অবজার্ভার, এখন টিভি, মানব কণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ, জনকণ্ঠ, সংবাদ প্রতিদিন, এশিয়ান টিভি, বিজনেস স্ট্যান্ডার্ড, ডিবিসি, মানবজমিন, নিউ নেশন, ডেইলি স্টার, ঢাকা মেইল, দীপ্ত টিভি, বিটিভি, ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাসস, খবরের কাগজ, এটিএন নিউজ, ডেইলি সান, বিডি নিউজ, বাংলা নিউজ, একুশে টিভি, বাংলা বাজার, ৭১ টিভি, আমাদের সময়, দেশ টিভি এবং বাংলাভিশন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ