ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পদত্যাগ করলেন বিবিসি চেয়ারম্যান

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৩, ১৬:৩২
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে গিয়ে অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগ আসার পর পদত্যাগ করেছেন ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প।

বরিস জনসনের জন্য ঋণের ব্যবস্থা করার ক্ষেত্রে তার সম্পৃক্ততার বিষয় একটি তদন্তে উঠে আসার পর শুক্রবার (২৮ এপ্রিল) তিনি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সাবেক ব্যাংকার শার্প ২০২১ সালে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর কয়েক সপ্তাহ আগে জনসন তার নিজের জন্য ১০ লাখ ডলার ঋণ নিশ্চিত করতে চেয়েছিলেন। ওই সময় এই ঋণের বিষয়ে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন শার্প। বিষয়টি প্রকাশ হওয়ার পর শার্পকে পদত্যাগ করার জন্য চাপ দেয়া হয়েছিল।

শার্প দাবি করেছেন, তার নিয়ম ভাঙার বিষয়টি ‘অবৈজ্ঞানিক এবং বস্তুগত ছিল না।’ তবে তিনি ‘বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতে’ পদত্যাগ করছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ