জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক একেএম আবদুল কাদের মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মস্তিষ্কে রক্তক্ষরণ এবং বার্ধক্যজনিত কারণে সম্প্রতি তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আসরের পর দৈনিক সংগ্রাম অফিস প্রাঙ্গণে জানাজা শেষে কাদের মিয়ার মরদেহ নিজ এলাকা খুলনার খালিশপুর থানার বয়রায় নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আবদুল কাদের মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা কাদের মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ