ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

বাসস নয়াদিল্লি ব্যুরো প্রধান মির্জা এফসিসি পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত 

প্রকাশনার সময়: ২১ আগস্ট ২০২১, ১৬:২৯

টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর নিউ দিল্লি ব্যুরো চিফ আমিনুল ইসলাম মির্জা আগামী দু'বছরের জন্য ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত স্বনামধন্য "ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি)" এর গভর্নিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পিআইও টিভির মুনিষ গুপ্ত।

নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হলেন- দি নিউইয়র্ক টাইমস পত্রিকার এমিলি সিমল, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল এর সেবাস্তিয়ান ফাসি, ব্লুমবার্গ পত্রিকার মিজ রুথ পোলার্ড, আল-জাজিরা টিভির এলিজাবেথ পুরানাম, জার্মান টিভির রাঘবেন্দ্র ভার্মা, আশাহি শিমবুন পত্রিকার তৌকির হোসাইন এবং ফ্রিল্যান্স জার্নালিস্ট পঙ্কজ যাদব।

আমিনুল ইসলাম মির্জা ২০১৮ সালের অক্টোবর থেকে ভারতের নয়া দিল্লিতে বাসস এর ব্যুরো চিফ হিসেবে কর্মরত আছেন।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ