ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সংবিধান পরিপন্থী কাজ করেছেন ওয়াসার এমডি : ডিইউজে

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৩, ১৯:৪২

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান সংবাদ সম্মেলন ডেকে একটি সরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে বাধা দিয়ে দেশের সংবিধান ও সরকারের সংবাদ মাধ্যম নীতি পরিপন্থী কাজ করেছেন বলে মন্তব্য করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খানের এ ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। ওয়াসা ভবনে সাংবাদিকদের প্রবেশে বাধাদান পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার শামিল; যা দেশের সংবিধান ও সরকারের স্বাধীন সংবাদ মাধ্যম নীতির পরিপন্থিও। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ঢাকতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ বাধা সৃষ্টি করেছেন। এই বাধাদানের মাধ্যমে ঢাকা ওয়াসা ও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার যৌক্তিকতা ফুঁটে ওঠে।

সাংবাদিক হয়রানির যে কোনো পদক্ষেপ মোকাবিলায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সব সময় প্রস্তুত বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ