অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ্ মীরধা ও সাধারণ সম্পাদক হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।
২৩ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ফলাফল ঘোষণা করেন।
ইআরএফের ২৩০ ভোটারের মধ্যে ২০০ জন ভোট দেন। যেখানে নষ্ট হয়েছে একটি ব্যালট পেপার। ৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন রেফায়েত উল্লাহ্ মীরধা। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির বিজনেস এডিটর সালাহউদ্দীন বাবলু।
সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান এবং অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রহিম শেখ।
এ ছাড়া চারটি সদস্য পদে বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক বদিউল আলম মজুমদার দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম এবং শেয়ারবাজার নিউজের সিনিয়র রিপোর্টার শাহ আলম নূর।
নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।
এর আগে ২০২১-২২ মেয়াদের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি শারমীন রিনভী। বিজিএমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও গত মেয়াদের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ