ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলনমেলা শুরু

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২২, ১৬:৩৭

বগুড়ায় দুই বাংলার তিন শতাধিক কবি সাহিত্যিকদের মিলনমেলা শুরু হয়েছে

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী এ মিলনমেলা শুরু হয়।

বগুড়া লেখক চক্র আয়োজিত এ সম্মেলনের র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। এ সম্মেলনে দেশের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরুস্কার প্রদান করা হবে। দুই দেশের নবীন-প্রবীন কবি সাহিত্যিকদের উপস্থিতি প্রাণবৃন্ত মিলন মেলায় পরিণত হয়েছে।

সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে রেখেছেন, প্রধান অতিথি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী। বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ভারতীয় কবি পাণজি বসাক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা প্রাাবন্ধিক ও কবি বজলুল করিম বাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিআইআইটির অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, সম্মিলতি সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, আনন্দকন্ঠ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, ইয়্যুথ কয়্যার সভাপতি আতিকুর রহমান মিঠু প্রমুখ।

বগুড়া লেখক চক্র সভাপতি ইসলাম রফিক বলেছেন, প্রতি বছরের ন্যায় এবছরও তিনদিন ব্যাপী কবি সম্মেলন শুরু হল আজ। তারই অংশ হিসেবে কবি সম্মেলন আয়োজন করেছি। অতীত বছরগুলোর চেয়ে এবার আরও বেশি কবি-সাহিত্যিকগণ সম্মেলনে এসেছেন। প্রথমবারে মতো বন্ধু প্রতীম দেশ ভারত থেকে ৫০ জন কবি-সাহিত্যিক এসেছেন। ভারতীয় ও বাংলাদেশসহ স্থানীয় ৩ শতাধিক কবি সাহিত্যিক সম্মেলনে এসেছেন। কবি সম্মেলনের আমাদের একে অপরের ভাব বিনিময় হয়। আমাদের সাহিত্যির চিন্তা গুলো শেয়ার হয়, আমাদের চেতনাগুলো সমৃদ্ধ করা এবং বৃদ্ধি হয়।

এ সময় বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহাম্মদ শহিদুল্লাহ, কবি খৈয়াম কাদের, অ্যাড. পলাশ খন্দকার, শিবলী মোক্তাদির, সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, সাবেক সাধারণ সেলিম খসরুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবি সম্মেলনে জেলা পরিষদ প্রাঙ্গণে বসেছে বাংলা একাডেমির বইয়ের স্টলসহ স্থানীয় ঐতিহ্যবাহী খাদ্য ও অন্যান্য প্রকাশনীর স্টল।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ