মন-নগরীর নাম শুনেছ?
দেখেছ কি একরোখা মন?
সেই মনটাই এখনো কাউকে করিনি অর্পণ।
‘ওয়াটার লু’র যুদ্ধে নেপোলিয়ন হেরেছিল,
জিতেছিল কে?
কে জানে সে নাম?
সমস্ত পৃথিবী সেই পরাজিত নামটাই মনে রেখেছে।
ব্যর্থ আমি তোমায় প্রেমদানে
অক্ষমও তাই তোমার প্রেম গ্রহণে,
ব্যর্থ আমিই বারবার!
ফিরিয়ে দিয়ে প্রেম সবার
বন্ধ রেখে মনের দুয়ার।
তাই বলে কি ভাবো না আমায় আনমনে?
কাটাও না প্রহর আমার ধ্যানে?
না জানুক কোনো জনে
তোমার মন তো সব জানে
কতটা দখল আমার সেইখানে।
মুখে না বললেও
প্রকাশে না মানলেও,
ভাবো আমায় খুব যতনে,
সংগোপনে।
রাগে দুঃখে জিদে অভিমানে
ভুলতে চাইলেও পড়বে মনে।
কেউ জিতে গিয়ে হারে
কেউ হেরে গিয়ে জিতে...!
আমি কাউকে হারিয়ে নয়
হেরেই জিততে চাই!
হেরেই জিতেছি বারবার
আমি হেরেই জিতবো আবার।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ