ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হুমায়ূন আহমেদ এর জন্মদিনে গাছে গাছে পাখির বাসা

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২২, ১৬:৫০

ময়মনসিংহের গৌরীপুরে হুমায়ূন আহমেদ এর ৭৪তম জন্মদিনে পাখির নিরাপদ আবাসের লক্ষ্যে গাছে গাছে শতাধিক হাড়ি-কলস ঝুলিয়ে দিয়েছে ভক্তরা।

রোববার (১৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ গৌরীপুর সুরেশ কৈরী সড়কের গাছে গাছে হাড়ি-কলস ঝুলিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বন, বন্যপ্রাণি ও পরিবেশ রক্ষায় পৌর শহরে প্রচারাভিযান চালায় ভক্তরা।

এর আগে প্রেসক্লাব সভাকক্ষে হুমায়ূন আহমেদের জন্মদিনে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ইউএনও হাসান মারুফ বলেন, গাছ-পালা ও বন-জঙ্গল উজাড় হওয়ায় পাখির কিচিরমিচির শব্দ আগের শোনা যায় না। পাখি আমাদের প্রাণবৈচিত্রের অংশ। পরিবেশে পাখি বেঁচে থাকা জরুরি। তেমনি পাখির প্রতি মানুষের ভালোবাসা থাকাও জরুরি। বন, বন্যপ্রাণি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারি প্রতিষ্ঠানের নয়। এসব রক্ষায় জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা উচীচীর সভাপতি ওবায়দুর রহমান, মোস্তাকিম প্রাইভেট হসপিটালের পরিচালক ডা. আমান উল্লাহ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক আরিফ আহমেদ, শাহজাহান কবির প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ