কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা কথাসাহিত্যিক,ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী আজ। কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় ১৮৪৭ সালের ১৩ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন।
মীর মশাররফ হোসেনের বাবা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় কুষ্টিয়া স্কুলে। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে কলকাতার কালীঘাট স্কুলে ভর্তি হন; কিন্তু লেখাপড়া আর বেশিদূর অগ্রসর হয়নি।
ছাত্রাবস্থায় তিনি সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তার সাহিত্যজীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু।
তিনি ১৮৭৪ সালে আজিজননেহার ও ১৮৯০ সালে হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন। তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, জমিদার দর্পণ (নাটক), বসন্তকুমারী (নাটক), উদাসীন পথিকের মনের কথা (আত্মজীবনী), গাজী মিয়ার বস্তানী (রম্য রচনা) ইত্যাদি।
তিনি ১৯১২ সালে তিনি মারা যান। রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাকে সমাহিত করা হয়।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ