ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্রোহ ও ভালবাসার কবি হেলাল হাফিজের জন্মদিন আজ

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২২, ০৮:৩৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২, ০৮:৪১
ফাইল ছবি

উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় রচিত এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়- এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'- কালজয়ী এই কবিতার জনক হেলাল হাফিজের ৭৪তম জন্মদিন আজ। তার ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ শিরোনামের এই কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে থেকে শুরু করে এখনও প্রেরণা জোগায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে।

এমন আরও অসংখ্য স্লোগানধর্মী কবিতা রয়েছে তার। আর কবিতায় এসব স্লোগানের জন্ম দিয়ে তিনি ঢুকে পড়েছেন কবিতা পাঠকদের মনে। অচেনা অজানা অনেকের মনেই নোঙর ফেলেছেন। তিনি হেলাল হাফিজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুলশিক্ষক, আর মা কোকিলা বেগম গৃহিণী। কবির লেখালেখির সূচনা ষাটের দশকের উত্তাল সময়ে।

দ্রোহ ও ভালবাসার কবি হেলাল হাফিজ অসুস্থ হয়ে এখন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জন্মদিনের প্রাক্কালে হাসপাতাল থেকেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বরেণ্য এই কবি।

এদিকে কবির জন্মদিন উপলক্ষে আনন্দ সন্ধ্যা ও কবির কবিতা নিয়ে রচিত ‘ফুল ও ফুলকি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ম তলায় অনুষ্ঠানটি হবে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আবৃত্তি হবে কবি হেলাল হাফিজের কবিতা। বইটি লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী।

তার প্রথম কাব্যগ্রন্থ 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয় স্বাধীনতার অনেক পরে, ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'কবিতা একাত্তর'। কবিতায় অসামান্য অবদানের জন্য হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়।

এ ছাড়াও তিনি পেয়েছেন- আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ