ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অজানা কারণ

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২২, ২৩:৫৬

প্রশস্ত নগরীতে দেখো

সব কিছু হয়।

বেকার, ব্যস্ত মানুষরা ও

নিজ ঘর পায়।

ঝাড়ুদার বা ধনী মানুষ,

ঘুমায় নিজের ঘরে।

স্টেশনে আর পথে পথে

কিছু লোক শুধু ঘুরে।

কেউ ঘুমায় অট্টালিকায়,

কেউ দেখো দোচালায়।

কেউ দেখো ঘর ছেড়ে,

বাহিরে যে পালায়।

কিছু লোক আছে এমন,

যারা পথেতেই ঘুমায়।

তারা চায় না অনেক কিছু,

তবু যে কিছুই না পায়।

শীতল ঘরে কারো কারো

জীবন বড্ড যে আগুন।

শান্তি পায় কিছু মানুষ,

খাটে যদিও থাকে ঘুন।

তার চেয়েও শান্তি কারো,

স্টেশন বা রাস্তা।

খোলা আকাশে তারা গুনে,

তাদের ভালো থাকা।

অবাক কবি ভাবে রাতে,

কী রহস্যময় জীবন।

এত সব রহস্যের,

পায় নি খুঁজে কারণ।

তবু চায় ভালো থাক সবাই,

নিজের মনের মতো।

সুখ ও পৃথিবীর অংশীদার,

জীবিত আছে যতো ৷

লেখক : শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ