ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

২৬ এপ্রিল : ফেলে আসা এইদিনে

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২২, ১৩:২৮

১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়। ১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।

১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়।

১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।

১৯২০ - আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়।

১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

১৯৬৫ - মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর সামরিক হামলা চালায়।

১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্টের পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।

১৯৯২ - রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে।

১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।

২০০৪ - মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ওষুধ আবিষ্কার করেন।

জন্ম:

১৯৩৭ - সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।

১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৪৭ - হুমায়ুন আজাদ, ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, সমালোচক, কিশোর সাহিত্যিক ও রাজনীতিক ভাষ্যকার লেখক।

১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।

১৯৮২ - কোয়েল মল্লিক, ভারতীয় বাংলার একজন বিখ্যাত অভিনেত্রী।

মৃত্যু:

১৭৪০ - প্রথম বাজিরাও, ভারতীয় সেনাপতি।

১৯৩৬ - মিসরের বাদশাহ ফুয়াদের (প্রথম) ।

১৯৪৫ - বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধকালে ইতালির সর্বাধিনায়ক।

১৯৭৮ - মোহাম্মদ দাউদ খান, আফগান কমান্ডার, রাজনীতিবিদ ১ম রাষ্ট্রপতি।

২০১২ - মাটিল্ডে কামুস, স্প্যানিশ কবি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ