ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৪ এপ্রিল : ফেলে আসা এইদিনে

প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২২, ১২:২৮

বিশ্ব মেধা সম্পদ দিবস রানা প্লাজা ট্র্যাজেডি দিবস (বাংলাদেশ)

১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।

১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।

১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।

১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।

১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।

১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।

১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।

১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণঅভ্যুত্থান শুরু।

১৯২৬ - যক্ষ্মার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।

১৯৪৫ - সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।

১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দিকে হত্যা করা হয়।

১৯৫৫ - প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।

১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।

২০১৩ - বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডি ঘটে। এতে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ’র বেশি পোশাক শ্রমিকের নির্মম মৃত্যু ঘটে।

জন্ম:

৭০২ - ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম।

১৮৯৭ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৭৩ - শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু:

১৯৭২ - যামিনী রায়, চিত্রশিল্পী।

২০০৬ - নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ