ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০ এপ্রিল : ফেলে আসা এইদিনে

প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২২, ১৪:০১

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ।

১৯৪৫ - ব্রিটিশ সেনা বাহিনীর বার্লিনে প্রবেশ।

১৯৫৯ - নর্দার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়।

১৯৬৪ - লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ।

১৯৭২ - যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণে সফল।

১৯৭৬ - জেরুজালেমে ইসরাইলবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

১৯৮৬ - শ্রীলঙ্কায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকাজুড়ে প্লাবণ। দুই শতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন।

১৯৯৮ - ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত।

২০১২ - পাকিস্তানের ইসলামাবাদের কাছে বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২৭ জন নিহত হয়।

২০১৩ - চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়।

জন্ম:

১৯২৭ - কার্ল আলেকজান্ডার মুলার, নোবেল পুরস্কার বিজয়ী সুইস পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩৯ - গ্রো হারলেম ব্রুন্ডটল্যান্ড, নরওয়েজিয়ান চিকিৎসক, রাজনীতিবিদ ও ২২তম প্রধানমন্ত্রী।

১৯৪৯ - মাসিমো দালেমা, ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও ৭৬তম প্রধানমন্ত্রী।

১৯৬৪ - অ্যান্ডি সেরকিস, ইংরেজ অভিনেতা ও পরিচালক।

১৯৭২ - কারমেন ইলেকট্রা, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৮৩ - মিরান্ডা মে কের, অস্ট্রেলিয়ান মডেল।

মৃত্যু:

১৯১২ - আব্রাহাম ব্রাম স্টোকার, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক ও ড্রাকুলারে স্রষ্টা।

১৯১৮ - কার্ল ফার্দিনান্দ ব্রাউন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৫২ - সুধীরলাল চক্রবর্তী, বাংলা ভাষার সুরকার ও সংগীতজ্ঞ ও সুগায়ক।

১৯৬০ - পান্নালাল ঘোষ, একজন ভারতীয় বাঙালি বংশীবাদক।

১৯৯২ - বেনি হিল, ইংরেজ কৌতূকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।

১৯৯৩ - কান্টিনফ্লাস, মেক্সিক্যান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০০৩ - বার্নার্ড কাটজ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

২০১১ - জেরার্ড স্মিথ, আমেরিকান গিটারিস্ট।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ