আন্তর্জাতিক পানি দিবস ১৯০৪ - নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
১৯৪২ - স্টাফোর্ড ক্রিপসের নেশধৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে।
১৯৪৫ - কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত হয়।
১৯৪৬ - জর্দান স্বাধীনতা লাভ করে।
১৯৪৭ - লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।
১৯৮২ - নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।
১৯৮৫ - বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।
২০১২ - এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয় বাংলাদেশ।
জন্ম:
১৮৯৪ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেন জন্মগ্রহণ করেন।
১৯৩১ - কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইলিয়াম শ্যাটনার জন্মগ্রহণ করেন।
১৯৩১ - নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী বার্টন রিখটার জন্মগ্রহণ করেন।
১৯৪৮ - ইংরেজ পরিচালক ও সুরকার অ্যান্ড্রু লয়েড ওয়েবের জন্মগ্রহণ করেন।
১৯৮৪ - জার্মানি ফুটবলার পিটর ট্রচওস্কি জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৯৭৭ - বাঙালি কমিউনিস্ট নেতা এ. কে. গোপালন মত্যুবরণ করেন।
২০০১ - আমেরিকান অ্যানিমেটর, পরিচালক, প্রযোজক, ভয়েস অভিনেতা ও হানা-বারবেরার সহ-প্রতিষ্ঠাতা উইলিয়াম হানা মৃত্যুবরণ করেন।
২০০৪ - ফিলিস্তিনি আধ্যাত্মিক নেতা ও হামাসের সহ-প্রতিষ্ঠাতা শায়খ আহমাদ ইসমাইল হাসান ইয়াসিন মৃত্যুবরণ করেন।
২০০৫ - জাপানি আর্কিটেক্ট কেনযো টাঙ্গে মৃত্যুবরণ করেন।
২০১০ - নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট জেমস হোয়াইট ব্ল্যাক মৃত্যুবরণ করেন।
২০১৩ - কিউবান বংশোদ্ভূত সুইডিশ পিয়ানোবাদক ও সুরকার বেবো ভাল্ডেস মৃত্যুবরণ করেন।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ