ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

১ মার্চ : ফেলে আসা এইদিনে

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২২, ১০:৪৭

আজ বিশ্ব সিভিল ডিফেন্স দিবস। সাধারণ মানুষকে সামরিক সহিংসতা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সচেতনতা সৃষ্টির মাধ্যমে রক্ষা করতে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। তবে স্নায়ুযুদ্ধপরবর্তী সময়ে এই দিবসটি সামরিক সহিংসতা থেকে সরে গিয়ে মূলত প্রাকৃতিক দুর্যোগ থেকে জনসাধারণকে রক্ষা বিষয়ে জোর দিয়ে আসছে। ১৯৭১ - আজকের এই দিনে ইয়াহিয়া খান হঠাৎ করেই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে দেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক চলছিল। বঙ্গবন্ধু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক অনির্ধারিত মহাসমাবেশের সংক্ষিপ্ত ভাষণে ইয়াহিয়া খানের জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

১৯৯৭ - আজকের এই দিনে বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু হয়। বাংলাদেশে টেলিফোন ব্যাংকিং এবং অঞগ পদ্ধতি প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। স্ট্যাডার্ড চার্টার্ড একটি ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠান। এর হেডকোয়ার্টার লন্ডনে অবস্থিত।

জন্ম:

১৮৯২- রিয়ুনোসুকি অকুতাগাওয়া, জাপানের বিশিষ্ট সাহিত্যিক ও ছোট গল্পের জনক।

১৯৩১ - লামবের্তো দিনি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৫৬ - ডালিয়া গ্রাইবস্কেইট, লিথুয়ানিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি।

মৃত্যু:

১৯৪৩ - আলেকজেন্ডার ইরসিন, ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিসের আবিষ্কারক।

১৯৮৯ - বসন্তদাদা পাতিল, মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং ১০ম গভর্নর।

১৯৯৫ - জর্জেস জে এফ কোহলার, জার্মান জীববিজ্ঞানী, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ