ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

১০ ফেব্রুয়ারি : ফেলে আসা এইদিনে

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৭

১৯৭৯ - ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লবের চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় এবং আড়াই হাজার বছরের রাজতন্ত্রের উচ্ছেদ করা হয়।

১৯৯৬ - তিন ঘণ্টার মাথায় বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ আইবিএমের কম্পিউটার ডিপ ব্লুর কাছে প্রথম খেলায় পরাজিত হন।

২০১২ - সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনী নিজ বাসায় খুন হন।

জন্ম :

১৯৭২ - সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল স্কট কাসপ্রোভিচ জন্মগ্রহণ করেন

১৯৮৬ - জাপানি অভিনেত্রী, গায়ক ও মডেল ইয়ুই ইচিকাওয়া জন্মগ্রহণ করেন।

১৯৮৬ - কলম্বিয়ান ফুটবলার রাদামেল ফ্যালকাও গারসিয়া জারাতে জন্মগ্রহণ করেন।

মৃত্যু :

১৯১৮ - ওসমানীয় সাম্রাজ্যের সুলতান আবদুল হামিদের (দ্বিতীয়) মৃত্যুবরণ করেন।

১৯৩০ - বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় মৃত্যুবরণ করেন।

২০০৫ - মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক আর্থার মিলার মৃত্যুবরণ করেন।

২০০৯ - আমেরিকান লেখক লেইলা হাদলেয় মৃত্যুবরণ করেন।

২০১৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় বিল বিশ্রাম মৃত্যুবরণ করেন।

২০১৪ - আমেরিকান অভিনেত্রী, গায়ক, ড্যান্সার ও কূটনীতিক শার্লি মন্দির মৃত্যুবরণ করেন

২০১৫ - জার্মান কার্ডিনাল ও ধর্মতত্ত্ববিদ কার্ল জোসেফ বেকার মৃত্যুবরণ করেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ