ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

২৯ ডিসেম্বর : ফেলে আসা এই দিনে

প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪৫

স্বাধীনতা দিবস (মঙ্গোলিয়া), সংবিধান দিবস

(আয়ারল্যান্ড), খাঞ্জা উৎসব (যুক্তরাষ্ট্র)

১৯১১ - সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান।

১৯১১ - খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।

১৯৩০ - স্যার মো. ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্তান নির্মাণের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন।

১৯৭২ - মার্কিন পত্রিকা ‘লাইফ’র প্রকাশনা বন্ধ হয়ে যায়।

১৯৭৫ - নিউইয়র্কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত।

১৯৮৯ - ১৯৪৮-এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাভেল।

১৯৯২ - কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬ - গুয়েতামালা সরকারের সঙ্গে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সঙ্গে শান্তি চুক্তি করা হয়, এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।

২০০৮ - বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম:

১৮৬৩ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৮৭৩ - সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানী জন্মগ্রহণ করেন।

১৯১৪ - শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন।

১৯২৬ - নোবেলজয়ী (১৯৭৭) পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আবদুস সালাম জন্মগ্রহণ করেন।

১৯৪২ - ভারতীয় ফিল্ম তারকা রাজেশ খান্না জন্মগ্রহণ করেন।

১৯৪৯ - ভারতীয় ক্রিকেট খেলোয়াড় সৈয়দ কিরমানি জন্মগ্রহণ করেন।

১৯৬০ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড বুন জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৯২৬ - জার্মান কবি রাইনার মারিয়ার রিলকের মৃত্যু হয়।

১৯৯৫ - গ্রামীণ সাংবাদিকতার পৃথিকৃৎ মোনাজাত উদ্দিন মৃত্যুবরণ করেন।

২০০৩ - বাংলাদেশের প্রখ্যাত ব্যারিস্টার, শিক্ষক, মানবাধিকারকর্মী সালমা সোবহান মৃত্যুবরণ করেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ